আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া: মাছআলা - মাছায়েল

প্রশ্ন লিখুন

প্রশ্ন নাম্বারঃ ২৫-৩
শিরোনামঃ নামাজের সহীহ হবার জন্য শর্ত কী কী?

  • ক্যাটাগরীঃ নামাজ
  • তারিখঃ ২০২৫-০৯-২৮

প্রশ্নঃ নামাজের সহীহ হবার জন্য শর্ত কী কী?


নামাজের সহীহ হবার জন্য শর্তগুলো হলো:

নামাযীকে মুসলিম, জ্ঞানসম্পন্ন ও বিবেকবান হতে হবে, নামাযের জন্য পবিত্র (অযু/গোসল) হতে হবে, সঠিক সময়ে (ওয়াক্তে) নামাজ পড়তে হবে, পোশাক, শরীর ও নামাজের স্থান পবিত্র রাখতে হবে, শরীরকে পোশাকের মাধ্যমে সতর (লজ্জাস্থান) ঢাকতে হবে এবং কিবলার (কাবার) দিকে মুখ করতে হবে, সেই সাথে মনে মনে নামাজের নিয়ত করতে হবে।