প্রশ্ন নাম্বারঃ ২৫-২
শিরোনামঃ তারাবী পড়িয়ে টাকা নেয়ার বিধান কী?
-
ক্যাটাগরীঃ
নামাজ
- তারিখঃ ২০২৫-০৯-২৭
প্রশ্নঃ
তারাবী পড়িয়ে টাকা নেয়ার বিধান কী?
তারাবী নামায পড়িয়ে টাকা গ্রহণ করার বিধান সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে। তবে, বেশিরভাগ আলেম ও নির্ভরযোগ্য মতে, তারাবী পড়িয়ে টাকা নেওয়া জায়েজ নয়, এমনকি হাদিয়া বা উপঢৌকনের নামে নিলেও তা না জায়েজ হওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে সমাজে যে চাঁদার মাধ্যমে টাকা তুলে খতমে তারাবি পড়ানোর প্রচলন রয়েছে, তা শরীয়তসম্মত নয় বলে মন্তব্য করেছেন অনেক আলেম।