আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া: মাছআলা - মাছায়েল

প্রশ্ন লিখুন

প্রশ্ন নাম্বারঃ ২৫-১
শিরোনামঃ মছজিদে এতেকাফ করার নিয়্যত কী?


প্রশ্নঃ মছজিদে এতেকাফ করার নিয়্যত কী?


  • মসজিদে এতেকাফ করার নিয়তের আরবিতে উচ্চারণ হলো "নাওয়াইতুওয়া ইতিকাফি লিল্লাহি তায়ালা"। এর অর্থ "আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদে এতেকাফ করছি"। আরবি নিয়ত মনে না থাকলে, বাংলায় এভাবে নিয়তের অর্থ বুঝিয়ে বলা যেতে পারে যে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই মসজিদে অবস্থান করছি।
    ইতিকাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে নিজেকে নির্দিষ্ট স্থানে আবদ্ধ রাখা।

শিরোনাম --

এখানে শিরোনাম লেখা হবে। 

 

যুক্তরাজ্যের ভূমিসংক্রান্ত সরকারি দপ্তর ল্যান্ড রেজিস্ট্রি ও কোম্পানিজ হাউস থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রথম আলোর অনুসন্ধানে এর আগে আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর নামে চারটি সম্পদের সন্ধান পাওয়া যায়।